চট্টগ্রামে ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় আরও ১৭৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ১২৩ জন নগরের ও ৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও ১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২৮ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৫১ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৫ জনের করোনা পাওয়া গেছে।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ৫, রাঙ্গুনিয়ায় ১০, ফটিকছড়িতে ৫, হাটহাজারীতে ২৬, মিরসরাইয়ে ৪ ও সীতাকুণ্ডের ৬ জন রয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫ হাজার ৫৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন অন্তত ১২৭ জন। সুস্থ হয়েছেন ৪৮৭ জন।