করোনাকালে অসুস্থ হওয়াটাই যেন পাপ

চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসপাতালে ভর্তি হতে এসে হিমশিম খাচ্ছে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরাও। বেসরকারি হাসপাতালে মিলছে না ভর্তির সুযোগ। তাই রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসে নিরুপায় স্বজনরা।

- Advertisement -

বুধবার (১৭ জুন) বিকালে দেখা গেছে, হার্টের সমস্যায় ভোগা এক রোগী অক্সিজেন নিয়ে হাজির চমেকের জরুরি বিভাগে। বৃষ্টিভেজা স্বজনরা টিকিট কেটে হাসপাতালের মেইন গেট দিয়ে রোগীকে ওয়ার্ডে নিয়ে যান।

- Advertisement -google news follower

রোগীর সঙ্গে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন বলেন, বেসরকারি হাসপাতালে সিট খালি থাকার পরও ভর্তি নেয়নি। অবশেষে শেষ ঠিকানা চমেক হাসপাতাল।

আরেকজন বলেন, এখানেও খুব বেশি সেবা নেই বললেই চলে। রোগীর কোনো সমস্যা হলে নার্স-ডাক্তারকে পাঁচবার ডাকলে একবার আসে। এই হলো সরকারি হাসপাতালের নমুনা।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM