করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে একজন এবং বুধবার রাতে দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জুন রাতে হাসপাতালে ভর্তি হওয়া দেওয়ান বাজার এলাকার এক বাসিন্দা (৫০) সকাল পৌনে ৮টার দিকে মারা যান।
এর আগে বুধবার রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় দক্ষিণ কাট্টলী এলাকার ৭০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি গত ১৩ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ডা. রব আরও জানান, বুধবার রাত আড়াইটায় আনোয়ারা উপজেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। তিনি বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।