চট্টগ্রামে ৭২১ জনের নমুনায় আরও ১৪৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৯৪ জন নগরের ও ৫৪ জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে চারজন নগরের ও একজন উপজেলার।
শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।
বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন নগরের ও ১০ জন উপজেলার।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৬ জন নগরের ও ১৮ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জন ও বিভিন্ন উপজেলার ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৬০ জন নগরের ও একজন উপজেলার।
চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ৯৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৫, আনোয়ারার ২, রাউজানের ৪, ফটিকছড়ির ৯, হাটহাজারীতে ১৪ ও সীতাকুণ্ডের ৪ জন রয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫ হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৫৭০ জন।