লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে ৫টি উপজেলার ৪টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চতুর্থদিনের লকডাউন চলছে।
এরমধ্যে সদর ও রায়পুর তৃতীয় দফা, রামগঞ্জ, রামগতি ও কমলনগর দ্বিতীয় দফায় লকডাউন চলছে। তবে বিভিন্ন স্থানে এখনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করায় করোনা সংক্রমণের আশংকা যেন কাটছেই না।
শুক্রবার (১৯ জুন) সকাল থেকে চতুর্থ দিনের লকডাউনের ফলে এলাকার সকল কাচাবাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
পৌর শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেধে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এছাড়া মাঠে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও এসব এলাকায় আগে থেকে বাড়ানো হয়েছে।
জয়নিউজ/মনির/পিডি