আলীকদমে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া বেগমের বসতবাড়িতে আগুন লাগিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাবেয়া বেগমের ছোট বোন ছাবেকুন্নাহার আলীকদম থানা অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে আলীকদম উপজেলার দক্ষিণ নয়াপাড়ার মো. সেলিমের ছেলে শাহ জালাল (২০), ছব্বির আহামদ (২৪), একই এলাকার জাফর আলমের ছেলে সাজ্জাদ হোসেনসহ (২২) আরো ১০ জনকে আসামি করে আলীকদম থানায় এ অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে প্রকাশ গত ১৬ জুন রাবেয়া বেগমের ছেলে মো. মামুনের সঙ্গে শাহ জালালের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে বাদী ছাবেকুন্নাহার এবং তাঁর মেয়ে সরকারি মাতামুহুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আলিফা জান্নাত ও ছোট বোন উম্মে ছালমাকে (১২) বেদম মারধর করে। পরবর্তীতে গত ১৮ জুন রাত আনুমানিক দেড়টায় বিরোধী পক্ষ রাবেয়ার বাড়ি আগুন দিয়ে পুড়ে দেয়।
সরেজমিন দেখা যায়, রাবেয়া বেগমের বাড়িতে শুধু ছাই অবশিষ্ট আছে। রাবেয়া বেগম বর্তমানে তার ছোট বোন ছাবেকুন্নাহারের বাড়িতে আশ্রিতা হয়ে দিনাতিপাত করছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন জয়নিউজকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।