চট্টগ্রামে দুইদিনে ২০ চিকিৎসক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত দুইদিনে ২০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন চিকিৎসক।

- Advertisement -

শনিবার (২০ জুন) ৫ জন ও শুক্রবার (১৯ জুন) ১৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএমএ’র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী।

- Advertisement -google news follower

তিনি বলেন, দুইদিনে নতুন করে ২০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই আক্রান্তের আগমুহূর্ত পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের সেবা দিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে ২০৭ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM