চতুর্থ দফায় করোনা টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের।
শুক্রবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের স্টাফ অফিসার শাহাদাত হোসেন।
তিনি বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির স্যারের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল শুক্রবার টেস্ট করানো হলে আজ শনিবার (২০ জুন) সকালে রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
উল্লেখ্য, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ মার্চ থেকে ডা. হাসান শাহরিয়ার কবির হোম আইসোলেশনে চলে যান। পরে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে উন্নত চিকিৎসার জন্য তিনি এবং তার মা রাজিয়া কবীর ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য পরিচালকের মা ছাড়াও তার দপ্তরের সমন্বয়কারী কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী ও গাড়িচালক ফরহাদ রহমানও করোনায় আক্রান্ত হন।