চট্টগ্রামে ঘরে বসে মোবাইলেই জানা যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল। এ জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। শনিবার (২০ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড’ (YSAB)- এর সহযোগিতায় এ সংক্রান্ত কাজের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটির মাধ্যমে এখন থেকে মোবাইল নম্বর ব্যবহার করে ভোগান্তি ছাড়াই ঘরে বসে মিলবে করোনা নমুনা পরীক্ষার ফলাফল।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রোববার (২১ জুন) ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে।