চট্টগ্রামে ৬৭০ জনের নমুনায় আরও ১৯৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ১২৮ জন নগরের ও ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় নগর ও উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।
বিআইটিআইডি ল্যাব
এই ল্যাবে শনিবার ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৬২ জন নগরের ও ৩৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভাসু ল্যাব
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চবি ল্যাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চমেক ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৫৮ জন নগরের ও ৪ জন উপজেলার।
কমেক ল্যাব
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের একজনের দেহে করোনার জীবাণু মিলেছে।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়া ১, সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, চন্দনাইশের ১১, বোয়ালখালীর ১৮, রাউজানের ১০, হাটহাজারীতে ৯, সীতাকুণ্ডের ৭ ও মিরসরাইয়ের ৮ জন রয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬ হাজার ২৯২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪১ জন। সুস্থ হয়েছেন ৬৪০ জন।