বান্দরবানে সোনালী ব্যাংকের সাত কর্মকর্তা-কর্মচারীসহ আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের করোনা ইউনিটের ডা. আলমগীরও রয়েছেন বলে জানা গেছে।
বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে শনিবার (২০ জুন) জেলার ৪৫টি নমুনা পরীক্ষায় ফলাফলে চার উপজেলার ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যায় বেশি। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮২ জনে।
এছাড়া সুস্থ হয়েছেন ৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মরতদের প্রতিষ্ঠানগুলো লকডাউন করা হবে।
জয়নিউজ/শাহরিয়ার/পিডি