সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবন চলতে থাকবে। জীবন স্থবির থাকতে পারে না। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

- Advertisement -

রোববার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এই আহ্বান জানান।

- Advertisement -google news follower

করোনায় মন্ত্রী-এমপিদের মৃত্যুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীকে বলবো, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এই করোনা থেকে মুক্তি দেন।

প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।

- Advertisement -islamibank

শেখ হাসিনা বলেন, করোনার কারণে উন্নয়নে ব্যাহত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রাখতে। এসময় তিনি উন্নয়নের গতি ধরে রাখার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM