মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পুনরায় ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্প হযেছে। এর প্রভাবে বাংলাদেশ এবং মিয়ানমারেও ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪০ মিনিট এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের চম্পাই এলাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার।
এদিকে মিজোরামের পার্শ্ববর্তী বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় এ ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর প্রভাব পড়েছে মিয়ানমারেও।
ইন্ডিয়া টুডে জানায়, এর ১২ ঘণ্টা আগে রোববার (২১ জুন) বিকেলে ৫.১ মাত্রা ভূমিকম্পে কেঁপে ওঠে মিজোরাম। আসাম, মেঘালয়, মণিপুর ও বাংলাদেশেও এর প্রভাব পড়ে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়নিউজ/পিডি