করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার বুকে ব্যথা বেড়েছে। এছাড়া তার পুরানো অ্যাজমার সমস্যা রয়েছে। এই অবস্থায় মাশরাফির চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ।
জানা গেছে, মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিকেল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই খোঁজ নিচ্ছেন মাশরাফির। তিনিই মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর সঙ্গে কথা বলে ব্যবস্থাপত্র নেন। সেই ব্যবস্থাপত্র মাশরাফিকে পাঠানো হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অবস্থার উন্নতি না হলে আজ (সোমবার) বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করানো হবে এই কিংবদন্তি ক্রিকেটারকে।