চীন-ভারতের সেনা কমান্ডার পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর পূর্ব লাদাখের সীমান্তে বিরোধপূর্ণ এলাকা থেকে দুই দেশের সেনা সরিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার (২৩ জুস) চুসুল-মলডো সীমান্তে বৈঠকে বসেন লে. জেনারেল হরিন্দর সিংহ ও চীনা মেজর জেনারেল লিউ লিন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ১১ ঘণ্টার ম্যারাথন বৈঠকে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে সব এলাকায় দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে, সেখান থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। সরানো হবে বাড়তি সেনা ও কামান। এ ধরনের পদক্ষেপ ছোট হলেও সীমান্তে শান্তি ফেরানোর প্রশ্নে গুরুত্বপূর্ণ।
তবে আজ বুধবার আহত ভারতীয় জওয়ানদের দেখতে লাদাখে গিয়ে সেনাপ্রধান এম এম নরবণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারতের পক্ষ থেকে কোনও উস্কানি দেওয়া না হলেও সীমান্ত পাহারায় বিন্দুমাত্র শিথিলতা দেখানো হবে না।
এছাড়া তিনি চীনা সেনা যাতে আর কোথাও অনুপ্রবেশ করতে না পারে সে জন্য প্রয়োজনে নজরদারি বাড়ানো নির্দেশ দেন।
আগামীকাল বৃহস্পতিবার বনোবরা সেক্টরে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি।
জয়নিউজ/পিডি