গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় রেজিস্ট্রেশন না দেওয়ার সুপারিশ করেছে ঔষধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২১ জুন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ ও ২৩ জুন ওষুধ প্রশাসনের ‘টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাক্সিন অ্যান্ড মেডিক্যাল ডিভাইস কমিটি’র দুটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের সেনসিভিটি এবং স্পেসিফিসিটির সর্বনিম্ন লেভেল যথাক্রমে ৯০ শতাংশ এবং ৯৫ শতাংশ নির্ধারণ করা হয়।
কিন্তু গণস্বাস্থ্যের কিটের সেনসিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ ৬৯ দশমিক ৭ শতাংশ হওয়ায় এর রেজিষ্ট্রেশন না দেওয়ার সুপারিশ করে ঔষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি।
প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬০৭ জনে। অদৃশ্য এই ভাইরাসে মারা গেছেন এক হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন।