ভারতের রাজধানী দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের এক এলাকায় তিনতলা ভবন ধসে এক নারী ও চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার শহরের অশোক বিহার নামক এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের দ্বীপচাঁদ বন্ধু হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, নিহত নারীর নাম মুন্নি। এছাড়া ১০ বছর বয়সী দুই ভাই ও পাঁচ বছরের কম বয়সী এক ছেলে ও মেয়ে মারা গেছে। এখনও অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।
দিল্লি উত্তর মিউনিসিপালের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভবনটি ২০ বছরের পুরানো। এর নির্মাণে অনেক দুর্বলতা ছিলো এবং এটি মজবুত ছিলো না।
দিল্লিতে প্রায়ই এমন ভবন ধসের ঘটনা ঘটে। চলতি বছর জুলাইয়ে ছয়তলা ভবন ধসে কয়েকজন নিহত হয়।
জয়নিউজ/আরসি