করোনাভাইরাসের পরীক্ষার ফি নির্ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকার ব্যবসায়ীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সোমবার (২৯ জুন) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো করোনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। কিন্তু সরকার নিয়ন্ত্রণ না করে করোনার ফি নির্ধারণ করে পুনরায় ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সারাদেশ করোনায় বিপর্যস্ত হয়ে মানুষ যখন দিশেহারা, সেইসময় সরকার নমুনা পরীক্ষায় ফি নির্ধারণ করেছে।
ডা. শাহাদাত বলেন, নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে পিসিআর টেস্টের পাশাপাশি র্যাপিড এন্টিবডি টেস্টের মাধ্যমে সর্বাধিক জনসাধারণকে করোনা পরীক্ষার আওতায়ে আনার দাবি জানাই। সাথে সাথে নমুনা পরীক্ষার ফি আদায়ের ঘোষণা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাই।