চট্টগ্রামে একদিনে নতুন করে ২৮২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৮২ জন নগরের ও ১০০ জন বিভিন্ন উপজেলার। একইসময়ে উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।
বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ২৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জন ও বিভিন্ন উপজেলার ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬২ ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের আটজনের নমুনা পরীক্ষার করে উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ জন ও উপজেলার ৫ জনের করোনা পাওয়া গেছে।
শেভরণ ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭২ জন নগরের ও ২২ জন উপজেলার বাসিন্দা।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৫, পটিয়ার ১২, বোয়ালখালীর ৯, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৪, ফটিকছড়িতে ২, হাটহাজারীতে ১৫, মিরসরাইয়ের ১৩ ও সীতাকুণ্ডের ১৩ জন রয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯ হাজার ৪০৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৮৭ জন। গত ২৪ ঘন্টায় ৪৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৩১ জন করোনা রোগী।