করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় কোন ওষুধ কার্যকর তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানা যাবে। শুক্রবার (৩ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গ্রেবরিয়াসাস এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বেশ কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী দুই সপ্তাহের মধ্যে এই ট্রায়ালের ফল হাতে আসবে।
এদিকে সংস্থার জরুরি প্রকল্পের প্রধান মাইক রায়ান জানিয়েছেন, ব্যাপকভাবে বিতরণের জন্য করোনার টিকা কখন প্রস্তুত হবে সেই সম্পর্কে আগাম মন্তব্য করা অবিবেচনাপ্রসূত। যেখানে টিকার এক উৎপাদনকারী হয়ত জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে, সেখানে প্রশ্ন হচ্ছে কখন এর ব্যাপক উৎপাদন শুরু হতে পারে।