করোনাকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প!

করোনার তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে প্রায় পুরো বিশ্ব। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা।

- Advertisement -

দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে। প্রতিদিনই নতুন করে সংক্রমিত হচ্ছে ৫০ হাজার।
এরমধ্যে শনিবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে প্রস্তুতির কোনো কমতি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্ত্রী মেলানিয়াকে নিয়ে মাউন্ট রাশমোরে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি।

- Advertisement -google news follower

স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে আগের রাতেই আকাশ ছেয়ে যাবে আতশবাজির আলোতে। সাক্ষী থাকবেন আনুমানিক সাড়ে ৭ হাজার মানুষ। স্বাভাবিক সময়ে এখানে একদিনে ২৮ থেকে ৩২ হাজার মানুষ ভিড় করেন।
এক রিপাবলিকান নেতা বলেন, যাদের ভয় করছে, তারা বাড়িতে থাকুন। কিন্তু যারা আসবে তাদের বিনামূল্যে মাস্ক দেওয়া হবে। তবে পরতেই হবে এমন নয়। পারস্পরিক দূরত্ব অবশ্য মানা হবে না।

হোয়াইট হাউসের করোনা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি জানান, ভাইরাসটি এমনভাবে তার মিউটেশন ঘটাচ্ছে যে এটি নিয়ন্ত্রণ করতে নাজেহাল মার্কিনিরা। ট্রাম্প-ঘনিষ্ঠরাও এখন তার কথা না-শুনে মাস্ক পরছেন। সম্প্রতি ট্রাম্পের সমর্থনে ওকলাহোমায় ‘ব্ল্যাক ভয়েসেস ফর ট্রাম্প’ নামে সমাবেশ করেছিলেন রিপাবলিকান নেতা হারম্যান কেন। তিনি এখন করোনা নিয়ে হাসপাতালে। ট্রাম্পের প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও অনেকে।

- Advertisement -islamibank

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM