চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল হক নঈমী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ জুলাই) বিকেলে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ৫ ছেলে রেখে গেছেন।
গাউসিয়া কমিটি সূত্রে জানা যায়, আল্লামা নঈমীর রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আল্লামা ওবায়দুল হক নঈমীর বাড়ি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চাপাতলী গ্রামে। তিনি চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদীস ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
মেয়র নাছিরের শোক
আল্লামা নঈমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নঈমী হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।