কুতুবদিয়া চ্যানেল ও সাগরের বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা বন্ধ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুন) বিকালে নৌবাহিনীর সহায়তায় কুতুবদিয়ায় এ অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত ৪ মাঝিকে ২০ হাজার টাকা অর্থ দন্ড দেয়। সেইসঙ্গে জব্দকৃত প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে। পরে নৌকা থেকে উদ্ধার করা মাছ ৩টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মাছ ধরার নৌকার মাঝিকে জরিমানা ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
জয়নিউজ/গিয়াস/পিডি