ফেনীর দাগনভূঞায় যৌতুকের বলি হলেন জাহেদা খাতুন (২০) নামে এক গৃহবধূ। নিহত গৃহবধূ জাহেদা নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের শাহাব উদ্দিনের মেয়ে।
জানা গেছে, যৌতুকের জন্য তাকে পিটিয়ে আহত করার পর বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। লাশ রেখে দ্রুত পালিয়ে যায় তারা।
নিহতের চাচী ফাতেমা বেগম জানান, বিয়ের পর থেকেই জাহেদাকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন করতো।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মিয়াজী জানান, ভোররাতে কয়েকজন লোক এক গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করলে তারা লাশ রেখে দ্রুত পালিয়ে যায়। পুলিশ এসে নিহতের পরিচয় সনাক্ত করে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়নিউজ