চট্টগ্রাম সমুদ্র বন্দরে বয়ার সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি বর্নিয় প্রিন্স-২’নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টায় সদরঘাট ও কর্ণফুলি ঘাটের মাঝে ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লাইটারেজ জাহাজটি আবুল খায়ের কোম্পানির স্ক্র্যাপ মালামাল নিয়ে বহির্নোঙ্গর হতে আসার সময় বয়ারের সঙ্গে ধাক্কা লাগে। এসময় জাহাজের নাবিকরা কেউ নিখোঁজ বা হতাহত হয়নি। সকাল থেকে জাহাজটি উদ্ধার কার্যক্রমের চেষ্টা চলছে।
বন্দরের সচিব ওমর ফারুক জয়নিউজকে বলেন, বহির্নোঙ্গর থেকে মাল বোঝাই করে লাইটার জাহাজটি আসছিল। হঠাৎ সদরঘাটের বিপরীতে ২নম্বর বয়াতে আঘাত করে। বয়াতে বাঁধা বেশকিছু লাইটার ডেমেজ করে আড়াআড়িভাবে লাইটার জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। এসময় পানিঘাটের দিকে দাঁড়িয়ে থাকা টাগ কা-১১কে দ্রুত পদক্ষেপের জন্য ডাকা হলে তারা ঘটনাস্থলে গিয়ে জানায় লাইটার জাহাজটি ডুবে গেছে।
তিনি আরো বলেন, নাবিকের অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে লাইটারেজ জাহাজ ডুবিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরের চ্যানেল বন্ধ হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।