লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে নিহত এক ব্যক্তির পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহত ব্যক্তির স্ত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়।
জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর উপজেলার চরম্বা মাইজবিলা মরিদাঘোনা এলাকায় বন্য হাতির হামলায় নুরুল আলম নামে এক ব্যক্তি নিহত হন। তাঁর স্ত্রী ছেনুয়ারা বেগমকে ক্ষতিপূরণ বাবদ ১ লাখ টাকার চেক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ, বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম ও জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মুহাম্মদ ফোরকান মিয়া।