১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফ থেকে ৩ লাখ পিস ইয়াবাসহ মো. শফিক (২৫) ও আব্দুল করিম (২২) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে জানা গেছে।

- Advertisement -

আটক শফিক বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে ও আব্দুল করিম বালুখালী গুনাপাড়ার আবুল কাশের ছেলে।

- Advertisement -google news follower

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং বালুখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) জামে মসজিদের দক্ষিণে রাস্তার পাশে কালভার্টের নিচ দিয়ে ছোট ছড়া দিয়ে কিছু অস্ত্রধারী ব্যক্তি ইয়াবা চালান নিয়ে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি।

ওই তথ্যমতে  র‌্যাবের একটি দল অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দেশীয় কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার সময় তাদের দুইজনকে আটক করা হয়। এসময় আরও তিনজন পালিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা দুটি প্যাকেট তল্লাশি করে মোট ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

আটক আসামি ও ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM