করোনায় চট্টগ্রামে আরো এক চিকিৎসকের মৃত্যু

এবার করোনার কাছে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চট্টগ্রামের আরো এক চিকিৎসক ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪)। এ নিয়ে করোনায় আক্রান্ত ও করেনা উপসর্গ চট্টগ্রামে ১১ চিকিৎসকের মৃত্যু হলো।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

- Advertisement -google news follower

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনায় ডা. আইরিনের ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন ধরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ দুপুরে তার মৃত্যু হয়। এর আগে মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন তিনি।

ডা. আইরিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মাইজুল আকবর চৌধুরীর সহধর্মিণী।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM