‘বিবাহিত’ প্রশ্নে বিভক্ত ছাত্রদল

‘বিবাহিত’ প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। আসন্ন নগর ছাত্রদলের কমিটিতে বিবাহিত ছা্ত্রনেতাদের অন্তর্ভুক্ত করার দাবিতে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ মুখোমুখি হয়েছেন বিবাহিত ছাত্রদল নেতারা।

- Advertisement -

বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে নগর বিএনপির উদ্যোগে করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন ও মেডিসিনসেবা অনুষ্ঠান শেষে নগর বিএনপির চার নেতাসহ অন্যান্যরা বের হলে বিবাহিত ছাত্রদলের নেতার মুখোমুখি দাঁড়িয়ে এ দাবি জানান।

- Advertisement -google news follower

জানা যায়, এ সময় দলীয় কার্যালয়ের সামনে বিবাহিত ছাত্রদলের নেতারা কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রায় দুইঘণ্টা অবরুদ্ধ ছিলেন নগর বিএনপির নেতারা।

এসময় বিবাহিত নগর ছাত্রদলের উদ্দেশে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত বলেন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, কারা নির্যাতিত হয়েছে, দুঃসময়ে দলের পাশে ছিলেন তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করবো।

- Advertisement -islamibank

এ ব্যাপারে জানতে চাইলে নগর ছাত্রদল নেতা এন মো. রিমন বলেন, দলের দুঃসময়ে আমরা ছিলাম। আমাদের বিবাহিত-অবিবাহিতের দোহাই দিয়ে আসন্ন নগর ছাত্রদলের কমিটি থেকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করছে। আমাদের দাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রনেতাদের ত্যাগ মামলা হামলা কারা নির্যাতন, রাজপথের অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা সর্বোপরি শিক্ষাগত যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হোক। বিবাহিত অবিবাহিত শর্তকে সামনে এনে ত্যাগী ছাত্রনেতাদের বাদ দেওয়া যাবে না।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM