এক খণ্ড জমিও অনাবাদি না রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী: আজাদ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। এক খণ্ড জমিও অনাবাদি না রাখার নির্দেশনা দিয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরের পলোগ্রাউন্ড এভিনিউ টাইগারপাস মোড়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন।বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সদর দফতরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

বেলুন উড়িয়ে বিভাগীয় কমিশনার একইসঙ্গে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল এবং অঞ্চলের আওতাধীন জেলা যথাক্রমে চট্টগ্রাম মেট্টোপলিটন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন।

সকল পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, প্রত্যেক কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডারগণকে দেশে সংকট মোকাবিলায় কাজ করতে হবে।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে সভাপত্বিত করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. সবুক্তগীন, বাংলাদেশ স্কাউটস- চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি সৈয়দ আ ফ ম আতাউর রহমান, এলটি; আঞ্চলিক কোষাধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার, এলটি; আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) জাকের আহমদ, এলটি; জয়নিউজ সম্পাদক ও আঞ্চলিক উপকমিশনার (উন্নয়ন) অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) শেখ মো. মাহমুদ, আঞ্চলিক উপকমিশনার (গার্ল ইন স্কাউটিং) দ ছালেহা বেগম, এলটি; আঞ্চলিক উপকমিশনার (এআর) মো. জাহিন হোসেন ও উপপরিচালক এস এম জাহিরুউল-আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন জেলার জেলা কমিশনার মো. মমতাজ উদ্দিন তালুকদার, এএলটি; জেলা সম্পাদক সামছুল ইসলাম, এএলটি; চট্টগ্রাম জেলার জেলা সম্পাদক পার্থ প্রতীম দাশ, এএলটি; মো. আকতার হোসেন, এএলটি; কামরুন নাহার বেগম, এএলটি; রুমা বড়ুয়া, এএলটি; সহকারী পরিচালক মো. ফিরোজ ইমরান, চট্টগ্রাম মেট্টোপলিটন জেলার জেলা স্কাউট লিডার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম রেলওয়ে জেলার স্কাউট লিডার মো. শহীদুল্লাহ, এএলটি ও পাহাড়তলী রেলওয়ে জেলার জেলা সম্পাদক মো. আশরাফুল আলম।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM