ছুটির দিনের বাজারে দিশেহারা ক্রেতা

নগরের কাঁচা বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। সবজিতে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে নিত্যদিনের সবজি আলু, টমেটো ও কাঁচা মরিচের দাম। ১২০ টাকার উপরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ আর টমেটোর দাম পূরণ করেছে শতক। আলু বিক্রি হচ্ছে কেজিতে ৩৫ টাকা ।

- Advertisement -

ক্রেতাদের অভিযোগ নানা অজুহাতে সবজির দাম বাড়ানো হয়েছে। তবে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

- Advertisement -google news follower

শুক্রবার (১৭ জুলাই) নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এছাড়া সবজির বাজারে কাঁকরোল ৩০-৩৫ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, চিচিঙ্গা ২৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, শসা ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ ২৫ টাকা, পেঁপে ৫০ টাকা, কুমড়ার ২৫-৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০-৪০ টাকা ও গাজর ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি আটি পুঁইশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, লালশাক ১০ টাকায় এবং লেবু প্রতি ডজন ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

বাজারে মাছের মধ্যে প্রতিকেজি তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, কৈ ২০০ ,রুই মাছ ২৫০ টাকা, কাতাল ৩০০, চিংড়ি ৪৫০-৬৫০ টাকা, লইট্যা ১৩০, সুরমা ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২০ টাকা, লেয়ার ২৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিকেজি গরু ৭০০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM