হালদা নদীতে অবৈধভাবে ইঞ্জিনচালিত মালবাহী কার্গো নিয়ে এসে পাথর অনলোড করার দায়ে মো. সুমন আলী (২৪) নামে একজনকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ জুলাই) রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আলী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌরসভার রহিমপুর এলাকার মতিউর রহমানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করেন। শুক্রবার বিকালে দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
জোনায়েদ কবির সোহাগ জয়নিউজকে বলেন, হালদা নদীতে সবধরনের ইঞ্জিনচালিত নৌ-যান চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও অবৈধভাবে মালবাহী কার্গো নিয়ে এসে পাথর আনলোড করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন তথা জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জয়নিউজ/শফিউল/বিআর