ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা পরিস্থিতিতে ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত। সবকা সাথ, সবকা বিকাশই আমাদের লক্ষ্য। গরিবদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। উন্নয়নশীল দেশকেও সাহায্য করে চলেছে ভারত।
তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক সুস্থতার হার ভারতে। শুক্রবার (১৭ জুলাই) জাতিসংঘের ৭৫তম বর্ষপূর্তিতে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়ে তিনি এই দাবি করেন।
মোদি বলেন, করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম। সুস্থতার হার সবচেয়ে বেশি। করোনার সঙ্গে লড়াইয়ে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। আত্মনির্ভর ভারত বিশ্বকে লড়াইয়ের নতুন মন্ত্র শেখাচ্ছে।