মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঠেকাতে ব্যর্থতার দায়ে সু চি’র সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব পাস করেছে কানাডার পার্লামেন্ট।
এর আগে সু চির নাগরিকত্ব বাতিল বিষয়ে কানাডার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ওই বিলের ওপর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব পার্লামেন্টে ওঠার আগের দিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, সু চিকে নাগরিকত্বের সম্মান জানানোর প্রয়োজন আর আছে কি না, তা পুনর্বিবেচনা করা হচ্ছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ভোট দেন কানাডার সংসদ সদস্যরা।
পাশাপাশি রোহিঙ্গা নির্যাতন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের যে প্রতিবেদনে দিয়েছে, সেটিও বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে দেশটির হাউস অব কমন্স।
উল্লেখ্য, ১৯৯১ সালে শান্তিতে নোবেল পাওয়া সু চিকে ২০০৭ সালে কানাডার পার্লামেন্ট সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল।
জয়নিউজ/আরসি