৩০ সেপ্টেম্বরের পর জনসভা নয়: রিজভী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন।

- Advertisement -

এবার নির্বাচনে না এলে নিবন্ধন ঝুঁকিতে পড়বে বিএনপি- প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি যাতে শেখ হাসিনার অধীনে একতরফা বাকশালী নির্বাচনে অংশগ্রহণ করে, সেজন্য তিনি এসব কথা বলছেন। তার কথা শুনে মনে হয়, পাতানো নির্বাচনের ব্যবস্থা করতে তিনি সর্বশক্তি প্রয়োগ করছেন।

- Advertisement -google news follower

জনপ্রিয় একটি রাজনৈতিক দলকে কাগুজে নিবন্ধনের ঝুঁকির কথা বলে লাভ হবে না বলে রিজভী জানান। বলেন, বিএনপির নিবন্ধন নিয়ে কোনো অশুভ প্ল্যান থাকলে অবৈধ সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য আবেদন করেছি। সেখানে ৩০ সেপ্টেম্বর জনসভা করার অনুমতি দিলেও আমাদের কোনো সমস্যা নেই। তবে ৩০ সেপ্টেম্বরের পরে জনভার তারিখ পেছাবে না বিএনপি।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM