বান্দরবানে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে বিচারকের চিঠি

বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) জাজ ইনচার্জ মুজাহিদুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।

- Advertisement -

চিঠিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা সংলগ্ন এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা থাকায় প্রয়োজনীয় ও আইনসঙ্গত নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ জানানো হয়। চিঠিতে আরো বলা হয়, বান্দরবানে সম্প্রতি সিক্স মার্ডারের মতো ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা ঝুঁকি চরমভাবে বিদ্যমান।

- Advertisement -google news follower

উল্লেখ্য, বান্দরবান জেলা পরিষদ অফিসার্স কোয়ার্টারের চতুর্থ তলায় চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট চার শিশু সন্তানসহ সপরিবারে বসবাস করেন।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল এবং বান্দবানের জেলা ও দায়রা জজ বরাবর।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM