চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় ৯ শিক্ষার্থীসহ অজ্ঞাত ৯০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
গত রোববার (১৯ জুলাই) ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বাদি হয়ে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলাটি করেছিলেন চমেক ছাত্রসংসদের প্রো-ভিপি ডা.মাসুম বিল্লাহ। পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে চকবাজার থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলায় চমেকের এমবিবিএস ৫৮ তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. খোরশেদুল ইসলাম (২৫),পঞ্চম বর্ষের ইমন সিকদার (২৫), ফসসাল বিন জাহাঙ্গীর (২৫), সৌমিক বড়ুয়া (২৪), ৬০ তম ব্যাচের তৃতীয় বর্ষের অভিজিৎ দাশ (২৩), ফাহাদুল ইসলাম (২৩), জামশেদুল আলম (২৩), মো. হোজাইফা বিন কবির(২৩) এবং ২৯ তম বিডিএস ব্যাচ তৃতীয় বর্ষের কনক দেবনাথসহ (২২) অজ্ঞাত পরিচয়ের আরো ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
চমেক ছাত্রলীগের সভাপতি ডা. হাবিবুর রহমান জয়নিউজকে বলেন, আদালতের নির্দেশে থানায় গতকাল (বৃহস্পতিবার) রাতে মামলাটি রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, গত রোববার (১২ জুলাই) সকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল হাসপাতাল পরিদর্শনে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দুটো হাইফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন। পরে উপমন্ত্রী ক্যাম্পাস ত্যাগ করলে কিছু উশৃঙ্খল শিক্ষার্থী শতাধিক বহিরাগতদের নিয়ে ছাত্রসংসদ নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা করে। এসময় ইন্টার্ন চিকিৎসকরা সেখানে উপস্থিত থাকায় তাঁদের উপরও হামলা চালানো হয়।
জয়নিউজ/পিডি