হঠাৎ অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন সাংসদ লতিফ

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এমএ লতিফকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়।

- Advertisement -

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বু্লেন্সটি ছেড়ে যায়। এ সময় সাংসদ এমএ লতিফের সহধর্মীনী তার সঙ্গে ছিলেন।

- Advertisement -google news follower

সাংসদ লতিফের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল বলেন, এমপি মহোদয় সুস্থ আছেন। উনার আগে থেকে হার্টের সমস্যা রয়েছে। আজ নিয়মিত চেকআপ করার জন্য ব্যাংকক গেছেন।

উল্লেখ্য, গত ৪ জুন বুকে ব্যথা নিয়ে সাংসদ এমএ লতিফ নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল।

জয়নিউজ/গিয়াস/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM