মহামারি করোনার কারণে প্রতি বছরের মতো বিশাল পরিসরে এবার হজের আনুষ্ঠানিকতা না হলেও এবার বাংলাসহ আরও পাঁচটি ভাষায় প্রচারিত হবে এবারের হজের খুতবা। ২০১৯ সালেও পাঁচটি ভাষায় এ খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল। অর্থাৎ এ বছর মোট ১০টি ভাষায় হজের খুতবা শোনা যাবে।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানান, এ বছর আরবি ছাড়াও ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, হাবশি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে।
এদিকে মহামারি করোনা ভাইরাস যেন হজের সময় কারও মধ্যে না ছড়ায় সে লক্ষ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।