চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬ জনের নমুনায় আরও ১৬৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ১১৯ জন নগরের ও ৫০ জন বিভিন্ন উপজেলার। একইসময়ে কারও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন ৭২ জন।
সোমবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৫ জন উপজেলার।
বিআইটিআইডিতে ৩২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫৩ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।
বেরসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও দুইজন উপজেলার।
শেভরণ ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন নগরের ও ২ জন উপজেলার।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ৩, বোয়ালখালীর ১, রাউজানের ১৪, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ১৫ ও সীতাকুণ্ডের ১ ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।