জনগণের টাকায় হাসপাতাল গড়ে তোলা দেশের ইতিহাসে বিরল: ভাণ্ডারী

সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, জনগণের টাকায় একটি হাসপাতাল গড়ে তোলা দেশের ইতিহাসে বিরল। যা মাইলফলক হয়ে থাকবে। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছি বলেই আমরা ফটিকছড়িবাসী এমন মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এ হাসপাতালটি মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফটিকছড়িবাসীর বিশেষ উপহার।

- Advertisement -

ফটিকছড়িতে গড়ে উঠা উপজেলা পর্যায়ে দেশের প্রথম কোভিড-১৯ বিশেষায়িত পূর্ণাঙ্গ হাসপাতাল আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সোমবার (২৭ জুলাই) দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষায়িত এ হাসপাতালটির আনুষ্ঠানিক তিনি উদ্বোধন করেন।

জানা গেছে, সম্পূর্ণ বেসরকারিভাবে স্থানীয় জনগণের অনুদানে কোটি টাকা ব্যয়ে পরিত্যক্ত হয়ে পড়া বিবিরহাটে ২০ শয্যা হাসপাতালটিকে সংস্কার করে এটি গড়ে তোলা হয়েছে। যা পরিচালিতও হবে জনগণের অনুদানে। এ হাসপাতালটির প্রধান উদ্যোক্তা হলেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

- Advertisement -islamibank

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন বিভাগীয় কমমিশনার এবিএম আজাদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

সহকারী কমিশনার (ভূমি) জানে আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, পৌর মেয়র ঈসমাইল হোসেন ও ডা. জয়নাল আবেদীন মুহুরী।

উল্লেখ্য, আগামী ২ আগস্ট থেকে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লু ন্যাসাল ক্যানুলাসহ আধুনিক সুবিধা সম্বলিত ৩০ শয্যার এ হাসপাতালটির কার্যক্রম শুরু হবে। এটি বেসরকারিভাবে পরিচালিত হলেও রোগীরা সুলভমূল্যে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলে জানান কর্তৃপক্ষ।

জয়নিউজ/ফয়সাল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM