শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট দেওয়ার চেষ্টা চলছে। খুব শিগগিরই সুখবর পাবে শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জুলাই) বিকেলে চাঁদপুরে করোনাভাইরাস পরীক্ষাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
শিক্ষার্থীদের ইন্টারনেট চার্জ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য যেমন স্বল্পমূল্যে স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে ক্লাসগুলো করাচ্ছি এবং করাবো। সেক্ষেত্রে বিনামূল্যে করতে পারলে খুবই ভালো। তা না হলে সেগুলো তারা যেন স্বল্পমূল্যে একসেস করতে পারে, সেটির জন্য আমরা টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছি। আমি আশা করছি, খুব শিগগিরই একটা সুখবর পাব।
শিক্ষাবর্ষ সম্পর্কে তিনি বলেন, কোনো অসুবিধা নেই। আমাদেরতো ক্লাস চলছেই। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেওয়ারও নানারকম ব্যবস্থা করছি। আমার মনে হয় না, আমাদের শিক্ষার্থীদের খুব বেশি পিছিয়ে পড়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।