চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮০৬ জনের নমুনায় আরও ১০৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৮৮ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার। একইসময়ে উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৯৭৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ২২৯ জন। গত ২৪ ঘন্টায় ৭২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ৬ জন নগরের ও ১৩ জন উপজেলার।
বিআইটিআইডিতে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৩১ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনার জীবাণু মিলেনি।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জন নগরের। ১ জন উপজেলার।
শেভরণ ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬ জন নগরের ও ১ জন উপজেলার।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ২, চন্দনাইশের ২, পটিয়ার ১, রাউজানের ১, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ৭ ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।