কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধির মানার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। পরিছন্নতা-স্বাস্থ্যবিধি মনিটরিংয়ে কাজ করছে কমিটি। তবুও হাটে স্বাস্থ্যবিধি অনেকে মানছেন না বলে অভিযোগ রয়েছে। এজন্য নগরের সবচেয়ে বড় সাগরিকা সিডিএ গরুর হাটে গতকাল সোমবার (২৭ জুলাই) অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে জরিমানা করা হয়।
তবে নগরের একটি পশুর হাটে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। হাটে গরু এনে সাবানের পানি দিয়ে গোসল করিয়ে নিচ্ছেন ব্যাপারীরা। এছাড়া হাটে ঢোকার আগে সবার হাতে স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক। মাস্ক পড়ার ব্যাপারেও সবাইকে সচেতন করছেন ইজারাদাররা।
নগরের সাগরিকার বিটেক এলাকার ভাগিনার মাঠের পশুর হাট থেকে ছবিগুলো তোলা।