পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে রান্নার চুলার আগুনে দুটি সেমিপাকা ঘর ও ছয়টি কাঁচাঘর পুড়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়নের পশ্চিম ডেঙাপাড়া এলাকার ডেপুটির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-আবদুল মোবিন, আবদুল মান্নান, আবদুল গফফার, ডা. নাদিম মাহমুদ, সৈয়দ আনোয়ার, ইস্কান্দার, ইলিয়াস ও ইদ্রিস।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া জয়নিউজকে বলেন, আজ সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। রান্নার চুলা হতে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জয়নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সার্বিক সহযোগিতা করা হবে।