প্রতিযোগিতামূলক পরীক্ষা মেধা বিকাশে সহায়ক :  গণপূর্তমন্ত্রী

‘প্রতিযোগিতামূলক পরীক্ষা খুদে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব তৈরীতে সহায়ক। এতে তারা মেধা চর্চায় আরো মনোযোগী হয়।’

- Advertisement -

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার আয়োজনে ‘প্রাথমিক শিক্ষান্নয়ন বৃত্তি ২০১৭’ প্রতিযোগিতায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে মিরসরাই উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিরসরাই শাখার সভাপতি মনজুর কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে.এম.ডি আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM