চার মাসেরও বেশি সময় পর নিম্ন আদালতে শুরু হতে যাচ্ছে স্বাভাবিক বিচারকাজ।
কোরবানির ঈদের ছুটি শেষে আগামী ৫ আগস্ট থেকে চলবে স্বাভাবিক বিচারকাজ। বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত দিয়েছেন।
এদিকে করোনাকালে আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষের সুরক্ষা সংক্রান্ত হাইকোর্ট বিভাগের দেওয়া নির্দেশনা প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য করোনাভাইরাসের সংক্রমণ রোধ, আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে সুরক্ষা নিশ্চিত করার জন্য ১৪টি নির্দেশনা দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর গত ২৬ মার্চ থেকে নিম্ন আদালতে স্বাভাবিক বিচারকাজ বন্ধ ছিল।
জয়নিউজ