প্রাণঘাতি করোনাভাইরাসের ভয়ংকর পরিস্থিতির মধ্যে এবারের ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় সবাই ঢাকায় অবস্থান করছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের বড় নেতারাও রাজধানী ঢাকায় ঈদ করছেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও ঢাকাতেই ঈদ উদযাপন করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদে ঢাকায়ই থাকছেন। তবে গত বছর কোরবানির ঈদে তারা নিজ নিজ গ্রামের বাড়িতে ছিলেন।
আওয়ামী লীগের একাধিক নেতা জানান, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে তারা গ্রামে যেতে পারছেন না। গ্রামে গেলেই নেতাকর্মীরা সমবেত হবেন, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকায় ঈদ করছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ পরিবারের সঙ্গে কানাডায় আছেন, সেখানেই ঈদ করছেন তিনি। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারও ঢাকায় ঈদ করছেন।