ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে তাদের নাস্তা দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. কামাল হোসেন জয়নিউজকে বলেন, কারাগারে প্রায় সাড়ে ৬ হাজারের মতো বন্দী আছে। সকালে বন্দীরা ঈদ জামাত আদায় করেছেন। আজ দুপুর বেলায় বন্দীদের জন্য রয়েছে পোলাও, ২৫০ গ্রাম গরুর মাংস, কোকাকোলা ও সর্বশেষ পান-সুপারী। আর যেসব বন্দীরা গরুর মাংস খাবেন না তাদের জন্য রয়েছে ২০০ গ্রাম খাসির মাংস। বন্দীদের রাতে দেওয়া হবে মাংস, ডিম ও আলুর দম।
এছাড়া আগামী সোমবারও স্পেশাল মুরগি পোলাও দেওয়া হবে বলে জানান তিনি।