কোরবানির মাংস নিয়ে মারামারি, ৫ জনের কারাদণ্ড

কোরবানির মাংস ভাগ করা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় মারামারিতে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার মৌশা উত্তরপাড়া এলাকার সব্দার ফকিরের ছেলে সোহেল ফকির ও কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে কোরবানির মাংস ভাগ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দুই পক্ষ মারামারি ও ভাঙচুরে জড়িয়ে পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মারামারিতে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM