কোরবানির মাংস ভাগ করা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় মারামারিতে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর এ দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার মৌশা উত্তরপাড়া এলাকার সব্দার ফকিরের ছেলে সোহেল ফকির ও কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে কোরবানির মাংস ভাগ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দুই পক্ষ মারামারি ও ভাঙচুরে জড়িয়ে পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মারামারিতে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে ২০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জয়নিউজ/বিআর